বিশেষ প্রতিনিধি ।।
কিশোরগঞ্জে নিম্ন মধ্যবিত্ত, শ্রমজীবী ও অসহায়-দরিদ্র ২ হাজার পরিবারকে বিনামূল্যে খাদ্য সহায়তা দিয়েছে মাখন এন্ড ব্রাদার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান।
সদর উপজেলার চিকনিরচর গ্রামের বাসিন্দা ও প্রতিষ্ঠানটির প্রোপাইটর জামিলুর রহমান মাখন করোনা পরিস্থিতিতে গত সোমবার (১১ মে) থেকে বৃহস্পতিবার (১৪ মে) দুপুর পর্যন্ত জেলা শহরে ও সদর উপজেলার কর্শাকড়িয়াইল, যশোদল, রশিদাবাদ, মহিনন্দ ও লতিবাবাদ ইউনিয়নে কর্মহীন হয়ে পড়া মানুষের বাড়ি বাড়ি গিয়ে এসব সহায়তা দেয়া হয়।
প্রত্যেক পরিবারকে দেয়া খাদ্য সহায়তার মধ্যে ছিল ৫ কেজি চাল, ডাল ১ কেজি, মুড়ি ১ কেজি, আলু ১ কেজি, সেমাই ১ প্যাকেট, চিনি আধা কেজি, পিঁয়াজ আধা কেজি, খেজুর আধা কেজি, ছোলা আধা কেজি ও লবণ ১ কেজি।
এসব খাদ্যসামগ্রী বিতরণে জামিলুর রহমান মাখনকে স্বেচ্ছায় শ্রম দিয়ে সহায়তা করেন আশরাফুল ইসলাম নাঈম, তুষার আহমেদ নাগর, আতাউল্লাহ আতিকসহ শহর ও সদরের ৩০জন তরুণ।
মাখন জানান, করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকেই তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মানুষকে বিচ্ছিন্নভাবে নগদ অর্থ সহায়তা দিয়ে আসছেন। গত চারদিন ধরে মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা দিচ্ছেন। এ পর্যন্ত ২ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন। দুই এক দিনের মধ্যে কর্মহীন আরও ১ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হবে।
তিনি বলেন, “করোনা পরিস্থিতির কারণে আমাদের দেশে শ্রমজীবী মানুষ ও নিম্ন মধ্যবিত্তরা কষ্টের মধ্যে আছে। শ্রমজীবী মানুষগুলো যদি একদিন বসে থাকেন, তাহলে তাদের খাদ্য জোগাড় করা কষ্ট হয়ে যায়। মধ্যবিত্তরাও কর্মহীন, অসহায় হয়ে পড়েছেন। এ সময়ে আমি তাদের পাশে থাকার চেষ্টা করছি। এ পরিস্থিতিতে আশা করবো দেশের বিত্তবানরাও এ কাজে এগিয়ে আসবে।”