ধামইরহাটে ইউনিয়ন পর্যায়ে কৃষক বাছাই শুরু, লটারিতে উঠছে প্রকৃত কৃষকের নাম

আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) ।।

নওগাঁর ধামইরহাটে ইউনিয়ন পর্যায়ে কৃষকদের নিকট থেকে সরকারি খাদ্য গুদামে ধান ক্রয়ের জন্য লটারির মাধ্যমে কৃষক বাছাই শুরু হয়েছে। ১৭ মে বেলা ১১টায় আলমপুর ইউনিয়নে ও দুপুর ২ টায় আড়ানগর ইউনিয়নে কৃষক নির্বাচন উপলক্ষে লটারির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী। আলমপুর ইউনিয়নে ৭০৭ জন কৃষক আবেদন করলে লটারিতে ৩৮৩ জন ও আড়ানগর ইউনিয়নে ৫০৫ জন কৃষকের আবেদনের প্রেক্ষিতে ৩৫২ জনের নাম নির্বাচন করা হয়।

এ সময় ক্রয় কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেলিম রেজা, ক্রয় কমিটির সদস্য সচিব উপজেলা খাদ্য কর্মকর্তা মো. আতাউর রহমান, খাদ্য গুদাম কর্মকর্তা জাহেদুর রহমান, ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান, শাহজাহান আলী কমল, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সম্পাদক মেহেদী হাসান সাংবাদিক পাস্কায়েল হেমরম, সাইফুল ইসলাম জাহিদ হাসানসহ বিভিন্ন ইউপি সদস্য ও লটারিপ্রত্যাশী কৃষকরা উপস্থিত ছিলেন।

গুদাম কর্মকর্তা জাহেদুর রহমান জানান, প্রত্যেকেই ১ টন করে ধান ১০৪০ মণ দরে সরকারি খাদ্য গুদামে বিক্রি করতে পারবেন।

Similar Posts

error: Content is protected !!