সংবাদদাতা ।।
আন্তর্জাতিক নারী দিবসের দিন এক স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধরে নিয়ে যায় একই এলাকার এক বখাটে যুবক। এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার নিকলী উপজেলার সিংপুর হাজী আফিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির মানবিক শাখার ছাত্রী (১৪) নিজ বাড়ী সিংপুর বড়হাটি গ্রাম থেকে ভোর ৬ টার সময় প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বিদ্যালয়ে যাওয়ার সময় বিদ্যালয়ের কাছাকাছি পৌঁছলে সিংপুর মাঠেরবাড়ী গ্রামের বিল¬াল মিয়ার ছেলে শাহাদাৎ (২৫) ছাত্রীটিকে জোরপূর্বক ধরে তার বাড়ীতে নিয়ে যায়। খবর পেয়ে মেয়ের দাদা, মা সহ গ্রামের কয়েকজন ব্যক্তিকে নিয়ে ছেলের বাড়ীতে গিয়ে ছাত্রীটিকে উদ্ধার করে। মঙ্গলবার ছাত্রীর দাদা মোঃ রজব আলী বাদী হয়ে নিকলী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে নিকলী থানা অফিসার ইনচার্জ মোঃ মকবুল হোসেন মোল্লা বলেন, অভিযোগ পাওয়া গেছে, আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।