আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) ।।
নওগাঁর ধামইরহাটে ১নং ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান মুজিববর্ষ উপলক্ষে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি ঘোষণা করেছেন। এলাকাবাসীর চাহিদার ভিত্তিতে করোনাভাইরাস পরিস্থিতিতে বাড়ি বাড়ি খোঁজ নিয়ে এসব চারা বিতরণ করছেন।
ইউনিয়নের বাসিন্দাদের চাহিদা মোতাবেক মাল্টা, লেবু, থাই পেঁয়ারা, উন্নত চায়না-৩ লিচু, বারি আম-৪, বারি আম-৭সহ বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি চারা বিনামূল্যে সরবরাহ করছেন তিনি। ২৬ জুলাই বিতরণ চারা বিতরণ কাজে অংশগ্রহণ করেন উপজেলা কৃষি অফিসার সেলিম রেজা, বনবিট কর্মকর্তা আব্দুল মান্নানসহ স্থানীয় ইউপি সদস্য ও সাংবাদিকবৃন্দ। এর আগে ২৩ জুলাই ৭ দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী।
ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, মুজিববর্ষ উপলক্ষে নওগাঁ-২ আসনের এমপি মহোদয়ের নির্দেশনায় ২ হাজার চারা বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি। এলাকাবাসীর যার যা চাহিদা সেই চারা সরবরাহ করছি। শুধু তাই নয়, কোরবানীর ঈদে অসহায় ও বৈশ্বিক মহামারীর প্রভাবে কর্মহীন ৫ শতাধিক পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণের উদ্যোগও নিয়েছি। যা খুব দ্রুতই বিতরণ করা হবে।