আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) ।।
নওগাঁর ধামইরহাটে ২৮তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। আদিবাসী সংগঠন পারগানা ও দীঘরী পরিষদের আয়োজনে ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও আদিবাসী সমবায় সমিতির যৌথ সহযোগিতায় ৯ আগস্ট বেলা ১১টায় তালঝাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা পারগানা সেবাস্তিয়ানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা চেয়ারম্যান আজাহার আলী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা এক্কা, প্রধান আলোচক প্রভাষক আলবার্ট সরেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি খোকা মাহাতো, সম্পাদক রামজনম রবিদাস, পারগানার সম্পাদক কুরশিদ পাহান, পারগানা উপদেষ্টা নরেন হাসদা, জিল্লু মার্ডি, আদিবাসী সমবায় সমিতির সম্পাদক বিশ্বনাথ টুডু, নারীনেত্রী ইমেলদা মারান্ডি প্রমুখ বক্তব্য রাখেন।
চোলাই মদ বা কোন নেশা আদিবাসীদের কোন কৃষ্টি বা কালচার নয়। তাই বক্তাগণ ধামইরহাট থেকে চোলাই মদসহ মাদকের নির্মূল ও পূর্ণাঙ্গ আদিবাসী স্বীকৃতির দাবী জানান এবং আদিবাসী নেত্রী ইমেলদা মারান্ডি ধামইরহাটের কৃতি সন্তান প্রয়াত সহকারী কমিশনার (ভূমি) অবিদিয় মারান্ডির হত্যার আসামিদের গ্রেফতারের দাবী জানান। সবশেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ১১ দফা দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।
