বিশেষ প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের জামালপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. লাল মাহমুদ গতকাল (শুক্রবার, ২২ জানুয়ারি) রাত ৭টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যুকালে তিনি ছয় ছেলে, তিন মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা লাল মাহমুদের জানাজা আজ বেলা ১১টায় জামালপুর নতুন মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
জাতির এই সূর্যসন্তানের মৃত্যুতে নিকলী উপজেলাকেন্দ্রিক অনলাইন সংবাদমাধ্যম “আমাদের নিকলী ডটকম” পরিবার গভীর শোক প্রকাশ করছে। সেই সাথে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।