চামচের চেয়ে হাত দিয়ে খাওয়াই স্বাস্থ্যসম্মত

আমাদের নিকলী ডেস্ক ।।

অনেকেই খাওয়ার সময়ে চামচ ব্যবহার করেন। হাতে খাবার লাগাতে চান না। যদিও আমাদের দেশে বেশিরভাগ মানুষই এখনও হাত দিয়ে খাবার খেতেই বেশি পছন্দ করেন। তবে পদ্ধতিগত পার্থক্য ছাড়াও, স্বাস্থ্যের উপরেও এই দু’টি অভ্যাসের আলাদা আলাদা প্রভাব রয়েছে। কী সেগুলি?

চামচে করে খাবার খেলে, তাতে আলাদা কোনও লাভ বা ক্ষতি হয় না। যদিও কোনও কোনও ধাতব চামচ খুব টক কোনও খাবারের সংস্পর্শে এলে বিক্রিয়া করতে পারে। সেটি ছাড়া আলাদা করে চামচ দিয়ে খাওয়ার সুবিধা বা অসুবিধা নেই। কিন্তু হাত দিয়ে খাবার খাওয়ার কিছু সুবিধা আছে। দেখে নেওয়া যাক সেগুলি।

রক্ত চলাচল বৃদ্ধি : হাত দিয়ে খাবার মাখার সময়ে আঙুল চালাতে হয়। মনে হতে পারে, এটি হয়তো শুধুমাত্র আঙুলের কাজ। কিন্তু চিকিৎসকরা বলছেন, আঙুল দিয়ে খাবার মাখার সময়ে ওই হাত তো বটেই শরীরের বড় অংশেই রক্ত চলাচলের মাত্রা বৃদ্ধি পায়।

পরিমাণে কম : চামচে করে খাওয়ার চেয়ে হাত দিয়ে খাবার খেলে বেশি সময় লাগে। তাতে তুলনায় কম খাওয়া হয়। ওজন বৃদ্ধির আশঙ্কা কমে।

হজমের সুবিধা : প্রথমত, হাত দিয়ে খেলে খাবার চিবানোর জন্য বেশি সময় পাওয়া যায়। তাতে খাবার বেশি মাত্রায় হজম হয়। দ্বিতীয়ত, হাতে এমন কিছু ব্যাকটিরিয়া থাকে, যেগুলি খাবার হজমে সাহায্য করে। চামচ দিয়ে খেলে এই সুবিধা পাওয়া যায় না।

ডায়াবেটিসের আশঙ্কা কমে : পরিসংখ্যান বলছে, যাঁরা হাত দিয়ে খাবার খান, তাঁদের মধ্যে “টাইপ ২” ধরনের ডায়াবেটিসের আশঙ্কা তুলনায় কম।

 

সূত্র :  নিউইয়র্ক টাইমস   অবলম্বনে

Similar Posts

error: Content is protected !!