কিশোরগন্জে তনু হত্যা বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

সংবাদদাতা ।।
কিশোরগন্জে মেধাবী ছাত্রী সোহাগী জাহান তনুকে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। আমরা কিশোরগন্জবাসী নামে একটি সংগঠনের ব্যানারে শহরের কালীবাড়ি মোড়ে ২৪ মার্চ বৃহস্পতিবার বিকালে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন হয়। সংগঠনটির আহবায়ক সাংবাদিক মোঃ এস হোসেন আকাশের পরিচালনায় আলোচনা করেন, সাংবাদিক আমিনুল হক সাদী, কিশোরগন্জ প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ সাংবাদিক মনোয়ার হোসেন, পল্লব কর, কবি জীবন তাপস তন্ময়, জেড এস কাইয়ুম, রাকিব আহমেদ, টিপু সুলতান, দীপংকর চৌধুরী দীপ্ত, রাজীব বর্মন, শাহীন সিদ্দীকী প্রমুখ। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন সাংবাদকর্মী আবদুল্লাহ আল মহসিন, দিদার, নিলয়, আরিফ আহমেদ, মিজানুল হক, আরাকান অমি, দিগন্ত, সোহাগ, সৌরভ। বক্তারা অবিলম্বে তনু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।

protest_for_tonu

Similar Posts

error: Content is protected !!