আমাদের নিকলী ডেস্ক ।।
কিশোরগঞ্জের নিকলীতে নিখোঁজের তিন দিন পর মইজ উদ্দিন (৪৫) নামে এক বিএনপি নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার সিংপুর এলাকা থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
মইজ উদ্দিন সিংপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামের মধু মিয়ার ছেলে। তিনি সিংপুর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার গভীর রাতে বাড়ির পাশে ধনু নদীতে নৌকা ও জাল নিয়ে মাছ ধরতে যান মইজ উদ্দিন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রোববার সকালে ধনু নদীতে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিকলী থানার ওসি মো. মনসুর আলী আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নৌকা থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে সঠিক কারণ নির্ণয়ের জন্য তার লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সূত্র : যুগান্তর