বিশেষ প্রতিনিধি ।।
নিকলী উপজেলার সদর ইউনিয়নের পূর্বগ্রাম নিবাসী সাইদুর রহমান (সাইদু স্যার) বুধবার (২ ফেব্রুয়ারি ২০২২) দিবাগত রাত আনুমানিক ১২টায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
সাইদুর রহমান (সাইদু স্যার) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। মরহুমের জানাজা আজ জোহরের নামাজের পর দরগাহ বাড়ির মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজায় শরিক হয়ে রুহের মাগফিরাত কামনা করার জন্য শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানিয়েছেন তাঁর পরিবারের পক্ষ থেকে।
পূর্বগ্রাম পূর্বহাটির নিজ বাসভবনে মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই মেয়ে, দুই ছেলে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা বিভিন্ন মাধ্যমে শোক প্রকাশ করেছেন।
শিক্ষক সাইদুর রহমানের (সাইদু স্যার) মৃত্যুতে শোক জানিয়েছে নিকলী উপজেলাকেন্দ্রিক প্রথম অনলাইন সংবাদমাধ্যম “আমাদের নিকলী ডটকম” পরিবার। সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে।