মিষ্টি খাওয়া নিয়ে সংঘর্ষে পুলেরঘাট রণক্ষেত্র

আমাদের নিকলী ডেস্ক ।।

ইফতারির সময় দই-মিষ্টি খাওয়াকে কেন্দ্র করে কিশোরগঞ্জের পুলেরঘাট বাজার এলাকায় দু’পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। তিন ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত পাকুন্দিয়া উপজেলার কালিয়াচাপড়া ইকোনমিক জোনসংলগ্ন পুলেরঘাট বাজার রণক্ষেত্রে পরিণত হয়।

খবর পেয়ে পাকুন্দিয়া থানা, সদর মডেল থানা ও আহুতিয়া ফাঁড়ির অর্ধশতাধিক পুলিশ গিয়ে টিয়ারশেল ও রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

এ ঘটনায় অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতাল-ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এছাড়া এতে দীর্ঘ সময় যানবাহন চলাচল বন্ধ ছিল এবং কয়েক মাইল দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পুলেরঘাট বাজার পার্শ্ববর্তী আদর্শপাড়া এবং জুনাইদ গ্রামের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র ও ইটপাটকেল নিয়ে এ মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে অর্ধশতাধিক রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে।

 

সূত্র : যুগান্তর

Similar Posts

error: Content is protected !!