কটিয়াদীতে প্রাণনাশের হুমকি আ’লীগের বিদ্রোহী প্রার্থীকে

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা ।।
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের আ’লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) চেয়ারম্যান প্রার্থীর (আনারস) প্রচার-প্রচারনায় বাধা ও প্রাণনাশের হুমকি, নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও স্থানীয় সংসদ সদস্যের প্রত্যক্ষ প্রভাব বিস্তারের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেছেন চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান রুস্তম। আজ মঙ্গলবার নিজ বাড়িতে নেতা-কর্মীদের সাথে নিয়ে সংবাদ সম্মেলন করে তিনি সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেন। তিনি বলেন, নির্বাচনকে প্রভাবিত করে প্রশাসনের নগ্ন হস্তক্ষেপের মাধ্যমে একটি প্রহসনের নির্বাচনের পায়তারা করছে।
তিনি আরো বলেন, কয়েকদিন আগে মধ্যরাতে আমার নির্বাচনী এলাকায় একটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়ে আমার কর্মীদের হয়রানি করার জন্য একটি মিথ্যা মামলা করেছে। এমন মিথ্যা মামলা দিয়ে প্রতিদিন আমার কর্মীদের হয়রানি করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তার অভিযোগ, জাতীয় পার্টির নেতাকে আ’লীগ থেকে মনোনয়ন দেয়ায় প্রকৃত আওয়ামীলীগের ভোটাররা হতাশ হয়ে আমার পক্ষে কাজ করছেন। আমার জনপ্রিয়তা নষ্ট করতে না পেরে এখন আমাকে হত্যার হুমকি দিচ্ছে। আমার কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বাড়িছাড়া করে রেখেছেন বলে অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে ইলেক্ট্রনিক্স, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

katiadi_press

Similar Posts

error: Content is protected !!