কবি মহিবুর রহিমের দুঃসময়ের ছড়া – এক

দুঃসময়ের ছড়া
মহিবুর রহিম

 

ভাল্লাগে না

ভাল্লাগে না যুদ্ধ খেলা
অস্ত্রবাজী মানুষ খুন
তবু দেখি ফুটছে বোমা
ভয় লাগিয়ে উড়ছে ড্রোন।

ভাল্লাগে না হানাহানি
জাতের নামে বজ্জাতি
দ্বন্দ্ব ভুলে এক কাতারে
হয় না কেন সব জাতি?

ভাল্লাগে না লুটেরাদের
বিশ্বজুড়ে ঠকবাজী
সবার মনের কলুষতা
দূর হয়ে যাক সব আজি।

ভাল্লাগে না ঘাত-প্রতিঘাত
নিরীহদের নিপীড়ন
মানবতার আর্তনাদে
শান্তিকামী পায় পীড়ন।

ভাল্লাগে না পুঁজিবাদের
নিপুণ খেলায় বিশ্বলুট
অশুভ সব শক্তিগুলো
আঁতাত করে বাঁধছে জোট।

ভাল্লাগে না যখন মানুষ
ধারণ করে পশুর রূপ
বিশ্ব যখন অমানবিক
কষ্ট মনে লাগে খুব।

 

এক এগারোর মওকাতে

এক এগারোর ম্যাজিকে
পিঁপড়া খাইলো বেজিকে
কেঁচোর পেটে গেলো সাপ
বাঘেও বলে বাপরে বাপ

দেশের একি হইল দশা
হাতির সমান হইল মশা
আইল আবার মির্জাফর
নবাব কাঁপে থর থর

এক এগারোর এমনি গুণ
দেশটা সাবার করলো ঘুণ
একটু বসে করেন ধুন
দইয়ের বদল খাওয়ায় চুন

কূটনীতিকের কূটনামি
হইল হঠাৎ খুব দামি
নাটাই ছিল আড়ালে
সাজল বাউন চাড়ালে

এক এগারোর মওকাতে
পাল উঠিল নৌকাতে
শ্মশান হল পিল খানা
ভাঙল জাতির দিলখানা।

 

ভেজাল দিনের ক্যাচাল

১.
আসলো এমন করুণ কাল
চারদিকে তার সব ভেজাল!
শিক্ষা ভেজাল দীক্ষা ভেজাল
ভেজাল দেখি মন্ত্রে
গুরু ভেজাল শিষ্য ভেজাল
ভেজাল সাধুতন্ত্রে
যেই এনালগ সেই ডিজিটাল
ভেজাল দেখি যন্ত্রে
দেশ ভেসে যায় রসাতলে
ভেজাল গণতন্ত্রে!

২.
ভেজাল ভোটে আস্থা ছুটে
হারায় জনমত
গণতন্ত্র বন্দী হলে
হারায় জাতি পথ
ছদ্মবেশে উড়ে দেশে
অমঙ্গলের রথ!

৩.
নামে ভেজাল কামে ভেজাল
ভেজাল ভরা কাল
শামে ভেজাল রামে ভেজাল
ভেজাল যত মাল
ভেজাল করে বশিরুদ্দি
তিলকে করে তাল
ভবানী দাস ভেজাল করে
হচ্ছে লালে লাল!

৪.
দুধে ভেজাল কলায় ভেজাল
ভেজাল দেখি গুড়ে
ডালে ভেজাল চালে ভেজাল
আসল গেছে দূরে
গানে ভেজাল টানে ভেজাল
ভেজাল দেখি সুরে
আগে ভেজাল পাছে ভেজাল
ভেজাল কাছে দূরে

৫.
পদ্যে ভেজাল গদ্যে ভেজাল
ভেজাল যুগের ভাষাতে
আশায় ভেজাল খাসায় ভেজাল
ভেজাল ভালবাসাতে
আইন কানুনে ভেজাল নাকি
জনগণকে ফাঁসাতে!

৬.
কথায় ভেজাল প্রথায় ভেজাল
ভেজাল দেখি সবখানে
অষ্টপ্রহর ভেজাল খেয়ে
উঠছি সবাই আজ ঘেমে
ভেজাল ভরা এই জামানায়
জীবন বুঝি যাই থেমে!

Similar Posts

error: Content is protected !!