নিকলীতে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক ।।

“অর্থ পুষ্টি স্বাস্থ্য চান, দেশী ফল বেশি খান” এই শ্লোগানে নিকলীতে ফলদ বৃক্ষ মেলার উদ্ধোধন করা হয়েছে।

মঙ্গলবার ১৬ আগস্ট সকাল ১১টায় নিকলী শহীদ স্মরণিকা বালিকা উচ্চবিদ্যালয়ে তিনদিনব্যাপী মেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৫ নিকলী বাজিতপুর আসনের সংসদ সদস্য আলহাজ আফজাল হোসেন।

nikli brikkho mela

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম। বৃক্ষমেলা উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. ইসহাক ভূইয়া, নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ কলেজের অধ্যক্ষ কারার মাহমুদা পারভীন, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ হারুন অর রশিদ প্রমুখ।

আলোচনা শেষে প্রধান অতিথি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ফলদ বৃক্ষের চারা বিতরণ করেন।

nikli brikkho mela

মেলায় দেশী জাতের বিভিন্ন ফলের চারার কয়েকটি স্টল রয়েছে। এছাড়াও দেশী, বিদেশী জাতের ফুল, ফল ও বনজ গাছের চারা পাওয়া যাবে। মেলায় ভাসমান সবজি চাষ, জৈব সার তৈরি, আধুনিক পদ্ধতিতে ধান চাষের প্রদর্শনী দেখানো হচ্ছে। কর্তৃপক্ষের প্রচারণার অপর্যাপ্ততায় প্রথম দিনে ক্রেতা সংকট লক্ষ্য করা গেছে। মানুষের উপস্থিতি বাড়ানোর জন্য আরো প্রচার-প্রচারণা চালানো দরকার বলে মনে করছেন সচেতন মহল।

Similar Posts

error: Content is protected !!