পাক-ভারত সীমান্তের অদ্ভুত কিছু রীতি! (ভিডিও)

আমাদের নিকলী ডেস্ক ।।
শুধুমাত্র ওয়াগান সীমান্তের একমাত্র গেটটি দিয়েই প্রতিদিন ভারত পাকিস্তানের শত শত নাগরিক এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করে। গেটের একপাশে পাকিস্তান অন্যপাশে ভারত।

বিবিসি ট্রাভেলের পক্ষ থেকে টনি ক্লার্ক এবং তার স্বামী এক মাসের ভারত সফরে করেছেন। ওয়াগান সীমান্ত পাড়ি দিয়ে পাকিস্তানে যাওয়ার সময় এ দুদেশের সীমান্ত রক্ষীবাহিনীর হাস্যকর সব কীর্তিকলাপের সাক্ষী হয়েছেন তারা। প্রতিদিন সন্ধ্যায় এ দুদেশের সীমান্তরক্ষীরা দীর্ঘদিন ধরে চলে আসা রীতি মেনে গেটের দরজা বন্ধ করেন।

wagah-ceremony

সীমান্তের দু পাড়েই নারী-পুরুষ ভেদে আলাদা আলাদা সারিতে দাঁড় করানো হয়। এদের মধ্যে যারা ভিআইপি তারা গেটের সামনেই থাকেন। পাকিস্তান অংশে দেশটির সবুজ-সাদা পতাকা নাড়ানো হয়। সবাই হাততালি দিয়ে গান গায়।

এ পাশ থেকে ট্রাকস্যুট পড়া ভারতীয় জওয়ানরা ‘হিন্দুস্তান জিন্দাবাদ’ বলে চিৎকার করেন আর একই সময়ে পাকিস্তান অংশ থেকে ‘পাকিস্তান’ আওয়াজ ভেসে আসে। সব থেকে হাস্যকর জিনিস হচ্ছে জওয়ানদের মার্চপাস্ট করা। জওয়ানরা নিজেদের পা অন্যজনের কাঁধ বরাবর উঠিয়ে যে ভঙ্গিতে মার্চ করে, সেটা খুবই হাস্যকর।

এ দম্পতি বলছিলেন, এখানকার আয়োজন দেখলে কারোর মনেই হবে না, চির বিবাদমান দুটি দেশের সীমান্তে আছে তারা।

ভিডিওতে দেখুন সীমান্তের অদ্ভুত রীতি

Similar Posts

error: Content is protected !!