সাকিব আল হাসান কলকাতা নাইট রাইডার্সের অপরিহার্য এক জন ক্রিকেটার। মাঠের বাইরে তাঁর পছন্দ কী? স্বীকার করে নিয়েছেন বাংলাদেশের একনম্বর অলরাউন্ডার। এমনটাই জানিয়েছে কলকাতার এবেলা পত্রিকা।
সাকিব-আল হাসানের পছন্দ আমির খানকে। এ বার সাকিব প্রেমে পড়েছেন দীপিকা পাডুকোনের। কোনও জল্পনা নয়। সাকিবই স্বয়ং এই কথা জানিয়েছেন। শাহরুখ খানকে আগে থেকেই পছন্দ করেন সাকিব। কাজল ও ক্যাটরিনা কাইফও সাকিবের পছন্দের তালিকায় রয়েছেন। এবার এলেন দীপিকা। প্রকাশ পাড়ুকোনের মেয়ের পিকু ছবিটিও দেখেছেন সাকিব। বেশ ভালই লেগেছে তার।