হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা ।।
কিশোরগঞ্জের হোসেনপুরে সরকার নির্ধারিত নতুন বেতন-স্কেলের আমেজ বিরাজ করলেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষক কর্মচারীর দীর্ঘদিন ধরে এমপিও (মানথলি পেমেন্ট অর্ডার) না থাকায় তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। তাই ভুক্তভোগীরা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হোসেনপুর উপজেলায় দুটি স্বতন্ত্র কলেজ, দুটি স্কুল এন্ড কলেজ, একটি বিএম কলেজ, ১৯টি মাধ্যামিক-নিম্ন মাধ্যমিক স্কুল ও ১৪টি মাদ্রাসাসহ ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে বৈধ নিয়োগ পেয়ে চাকুরি করার পরও দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের সিদ্ধান্তহীনতায় প্রায় ২ শতাধিক শিক্ষক-কর্মচারী এমপিও বঞ্চিত রয়েছেন। এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষকেরা দিশেহারা হয়ে পড়েছেন।
ভুক্তভোগী অনেক শিক্ষক জানান, তারা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড থেকে যথাযথ প্রক্রিয়ায় অনুমোদন নিয়ে ও বৈধ নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের পর শিক্ষকতায় যোগদান করে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান করে আসছেন। অনেক শিক্ষা প্রতিষ্ঠান পাবলিক পরীক্ষায় বারবার ভালো ফলাফল করছে। অথচ দীর্ঘদিনেও এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অজ্ঞাত কারণে এমপিওভুক্ত হচ্ছেন না। ফলে কর্মরত শিক্ষক-কর্মচারীরা একদিকে যেমন হতাশ, অন্যদিকে শ্রেণীকক্ষে পাঠদানে মনোযোগ হারিয়ে ফেলছেন। তারা আশায় আছেন যে, আগামী জুন মাসের আগে সরকারের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠান কিংবা সৃষ্টপদে এমপিওভুক্তির বিষয়ে কোন ইতিবাচক সিদ্ধান্ত আসবে।