খালিয়াজুরী (নেত্রকোনা) সংবাদদাতা ।।
নেত্রকোনা জেলাধীন খালিয়াজুরী উপজেলার শিক্ষাগ্রাম কৃষ্ণপুর। নারীশিক্ষা প্রসারের লক্ষ্যে প্রযুক্তি জগতের কিংবদন্তী, বিজয় বাংলা সফ্টওয়ারের জনক, ডিজিটাল বাংলাদেশ গড়ার অন্যতম স্বপ্নদ্রষ্টা মোস্তাফা জব্বার নিজ গ্রামে গড়ে তোলেন আব্দুল জব্বার রাবেয়া খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটি হাওরাঞ্চলে নারী শিক্ষার আলোকবর্তিকা হিসেবে শিক্ষার দ্যুতি ছড়াচ্ছে। প্রতিবছরই জেএসসি ও এসএসসিতে উপজেলায় সেরা ফলাফল করে আসছে। আজ প্রতিষ্ঠানটিকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুবিয়া আক্তার সরকার জানান, উপজেলা প্রশাসন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের যৌথ প্রচেষ্টায় বিদ্যালয়টিকে অনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহ মুক্ত হিসেবে ঘোষণা করা হয়। তিনি আরো জানান, বিদ্যালয়টি প্রতিষ্ঠালগ্ন থেকেই বাল্য বিবাহ নিরুৎসাহকরণে নানা ধরনের সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এখন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করায় বিষয়টির গুরুত্ব আরো বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অত্র উপজেলায় মোট সাতটি শিক্ষা প্রতিষ্ঠানকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়।