কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৯ বছরের শিশুর মৃত্যু

কিশোরগঞ্জ পৌর শহরের বত্রিশ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিলা (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৩ মে) সকাল সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শিলা পাকুন্দিয়া উপজেলার আশুতিয়া ইউনিয়নের বাসিন্দা ও সৌদি প্রবাসী ওমর ফারুকের মেয়ে। সে কিশোরগঞ্জ শহরের লাইসিয়াম কিন্ডার গার্টেনের তৃতীয় শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্র জানায়, শিলা সকালে বাসার ছাদে উঠে খেলা করছিল। খেলতে খেলতে বাসার উপর দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের তার ধরে ফেলে। পরে বাড়ির লোকজন শিলাকে তারে জড়িয়ে যেতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে শিলাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. দুলাল মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর

Similar Posts

error: Content is protected !!