আমাদের নিকলী লাখাই প্রতিনিধির পিতার ইন্তেকাল

father of lakhai cor

নিজস্ব প্রতিবেদক ।।

আমাদের নিকলী ডটকম-এর লাখাই প্রতিনিধি সাংবাদিক মহসিন সাদেকের পিতা ডাঃ সা’আদাত আলী (৮৬) আজ রোববার ১৫ মে বিকাল সাড়ে পাঁচটায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তিনি কিছুদিন যাবত বার্ধক্যজনিত বিভিন্ন পীড়ায় ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনী, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
father of lakhai cor
তিনি হবিগন্জের লাখাইয়ের বুল্লা গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষকতার পাশাপাশি নানান সমাজসেবায় জড়িত ছিলেন। তিনি জেলার একজন পরিচিতি হোমিও চিকিৎসক ছিলেন। প্রায় ৫৩ বছর পর্যন্ত হোমিও চিকিৎসা সেবায় আর্তমানবতার কল্যাণ করেছেন তিনি। আগামীকাল সোমবার ১৬ মে সকাল ৯টায় মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে।

সাংবাদিক মহসিন সাদেকের পিতা ডা. সা’আদাত আলীর মৃত্যুতে আমাদের নিকলী ডটকম পরিবার গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

Similar Posts

error: Content is protected !!