নিজস্ব প্রতিনিধি ।।
নিকলী উপজেলার রসূলপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ২৬ মে বৃহস্পতিবার অগ্নিকাণ্ডে বাজারের ৩টি দোকানের নগদ টাকা, মালামাল, আসাবপত্রসহ পুড়ে যায়। অগ্নিকাণ্ডে আনুমানিক চার লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী রাজন জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। গভীর রাত হওয়ায় বাজারটি প্রায় জনশূন্য ছিল। লোকজন খবর পেয়ে ছুটে আসার আগেই আশিক ও সাইফুলের চায়ের দোকান পুড়ে যায়। সাথের ওষুধের ফার্মেসিও আংশিক পুড়ে গিয়ে ওষুধের ব্যাপক ক্ষতি হয়। খবর পেয়ে এলাকাবাসীর সহযোগিতায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।