কিশোরগঞ্জের প্রতিবন্ধী স্কুলে যুক্তরাজ্য প্রবাসীদের সহায়তা

kishoreganj help

কিশোরগঞ্জ সংবাদদাতা ।।
কিশোরগঞ্জ শহরের সুইড প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্য প্রবাসী কিশোরগঞ্জবাসীর পক্ষ থেকে উপকরণগত সহায়তা প্রদান করা হয়েছে। ‘কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট সেন্ট্রাল এসোসিয়েশন’ নামে যুক্তরাজ্যভিত্তিক সংগঠনটি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য কম্পিউটার, সেলাই মেশিন, ড্রাম সেটসহ বিভিন্ন খেলনা উপকরণ প্রদান করেছে। বৃহস্পতিবার ২ জুন সকালে শহরের রাকুয়াইল এলাকায় প্রতিবন্ধী স্কুলে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব উপকরণ বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জিল্লুর রহমান। সুইড প্রতিবন্ধী এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মায়া ভৌমিক ও সদস্য অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন। এ সময় পৌরসভার প্যানেল মেয়র ইসমাইল হোসেন ইদু, যুক্তরাজ্যভিত্তিক সংগঠনটির স্থানীয় প্রতিনিধি এনটিভির জেলা প্রতিনিধি অ্যাডভোকেট মারুফ আহমেদসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

kishoreganj help

জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জিল্লুর রহমান তার বক্তৃতায় জেলা পরিষদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিদ্যালয়টির জন্য ৩০ হাজার টাকা ও পরবর্তীতে আরো তিন লাখ টাকার অনুদান ঘোষণা করেন।

Similar Posts

error: Content is protected !!