কিশোরগঞ্জে অষ্টম শ্রেণীর ছাত্র আল আমিন নিখোঁজ!

al-amin kishoreganj

কিশোরগঞ্জ সংবাদদাতা ।।
কিশোরগঞ্জের যশোদল এলাকার দরিদ্র টমটম চালক বকুল মিয়ার অষ্টম শ্রেণী পড়ুয়া ছেলে আল আমিন বাড়ি থেকে বেরিয়ে গত এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে। তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে ১ জুন সদর থানায় একটি সাধারণ ডায়রি করেন ছেলেটির বাবা।

al-amin kishoreganj

জানা গেছে, সদর উপজেলার যশোদল কালিকাবাড়ি এলাকার টমটম চালক বকুল মিয়ার একমাত্র ছেলে আল আমিন গত ৩১ মে বিদ্যালয় থেকে ফিরে বিকালে বাড়ি থেকে একটি হাফপ্যান্ট ও গেঞ্জি পরে বেরিয়ে আর ফিরে আসেনি। সে যশোদল উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ালেখা করতো। বিভিন্ন জায়গায় বহু খোঁজাখুজি করে ছেলেকে না পেয়ে ১ জুন সদর থানায় সাধারণ ডায়রি (নং ৫১) করেছেন। কিন্তু এখনো ছেলেটির কোন সন্ধান মিলছে না।
বকুল মিয়া জানান, আল আমিন তার একমাত্র ছেলে। তার ছোট আরো তিনটি মেয়ে রয়েছে। কিন্তু ছেলেটি নিখোঁজ হওয়ার পর থেকে তাদের ঠিকমত খাওয়া নেই, ঘুম নেই। কেউ তার ছেলের খোঁজ পেয়ে থাকলে জানানোর জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।

Similar Posts

error: Content is protected !!