বাবা
সঞ্জয় সরকার
যেদিন আমি ছোট্ট ছিলাম
যুবক ছিলেন বাবা
সে দিনটি আসবে ফিরে
যায় কি তা আজ ভাবা?
বাবার কাছেই হাঁটতে শিখি
শিখি চলা-বলা
সারাটি দিন কাটতো আমার
জড়িয়ে তার গলা।
বাবার হাতেই হাতেখড়ি
প্রথম পড়া-লেখা
বিশ্বটাকে প্রথম আমার
বাবার চোখেই দেখা
আজকে বাবার চুল পেকেছে
গ্রাস করেছে জরা
তবু বুঝি বাবা থাকলেই
লাগে ভুবন ভরা।
বাবা এখন চশমা পড়েন
পার করেছেন আশি-
আজো তাকে আগের মতোই
অনেক ভালোবাসি।
[বাবাকে নিয়ে ছড়াটি প্রকাশিত হয়েছিলো ২০ জুন, ২০১৬তে। আমাদের নিকলী ডটকম-এর অফিসিয়াল ই-মেইলে পাঠানো ছড়াটি মূল ছড়াকারের এফবি টাইমলাইন থেকে কপি করে মেইল প্রেরক তার নাম ব্যবহার করেছিলেন। আমাদের নিকলী ডটকম কর্তৃপক্ষের দ্বারা সব লেখার স্বত্ত্ব নিশ্চিত সম্ভব নয়; বিধায় এটিরও স্বত্ত্ব নিশ্চিত করা তখন সম্ভব হয়নি। মূলত এই ছড়াটির আসল ছড়াকার হলেন সঞ্জয় সরকার; তিনি পেশায় একজন সাংবাদিক। এমন অনিচ্ছাকৃত ও ভুলের জন্য আমাদের নিকলী ডটকম কর্তৃপক্ষ প্রকৃত লেখকের কাছে দুঃখ প্রকাশ করছে]