বগুড়ায় পূর্বশত্রুতার জেরে এক ব্যক্তিকে মারপিট

bogra maramari

জি আর শিপন, মহাস্থান (বগুড়া) সংবাদাতা :
বগুড়া সদরের অন্তাহার গ্রামে পূর্বশক্রতার জেরে এক ব্যক্তিকে বেধড়ক পিটিয়ে আহতের খবর পাওয়া গেছে। এ বিষয়ে আহত পরিবারের পক্ষ থেকে থানায় একটি অভিযোগ করা হয়েছে।
bogra maramari
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার ২১ জুন সকাল ৮টায় নুনগোলা ইউনিয়নের অন্তাহার গ্রামের হাফিজার রহমান প্রতিদিনের মত রাজমিস্ত্রীর কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর অন্তাহার পোল্ট্রি ফার্ম গেটের কাছে পৌঁছলে পূর্বশক্রতার জের ধরে বিবাদী আনারুল ইসলাম (৩৫) রেজাউল সরকার, উভয়ের পিতা বাচ্চু সরকার এবং উভয়ের সাং অন্তাহার, থানা ও জেলা বগুড়া হাফিজার রহমানকে বেধড় মারপিট করে গুরুতর আহত করে।

এ সময় এলাকাবাসী তাকে আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে হাফিজারের স্ত্রী মফেলা বেগম বাদি হয়ে বগুড়া সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

Similar Posts

error: Content is protected !!