নিজস্ব প্রতিনিধি ।।
লাখাইর পল্লীতে আখড়ার সেবায়েক কর্তৃক ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, লাখাই উপজেলার বুল্লা রামদেবপুর গোপিনাথ আখড়ার সেবায়েত জীবনান্দ বৈষ্ণব (৬০) কর্তৃক একই গ্রামের সম্ভু সরকারের শিশু কন্যা স্বর্ণা (৬) ধর্ষিত হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বিবরণে জানা যায়, গত সোমবার ২৭ জুন আখড়ার পাশ্ববর্তী বাড়ির সম্ভু সরকারের শিশুকন্যা প্রতিদিনের মতো গোপিনাথ আখড়ায় খেলতে গেলে দুশ্চরিত্র জীবনান্দ বৈষ্ণবের তার ওপর লোলুপ দৃষ্টি পড়লে কৌশলে আখড়ার কক্ষে নিয়ে ধর্ষণ করে।
পরবর্তীতে মঙ্গলবার ২৮ জুন বিষয়টি স্বর্ণার পরিবারের লোকজন আঁচ করতে পেরে স্থানীয় ইউপি সদস্যসহ অন্যান্যদের অবহিত করে। এ ব্যাপরে আখড়ার সভাপতি হরি গোপ ক্ষোভ প্রকাশ করে বলেন বিষয়টি আমি শুনেছি।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য আব্দুর রেজ্জাকের সাথে সেলফোনে আলাপকালে তিনি জানান, প্রাথমিক ভাবে ধর্ষণের ঘটনাটি সত্য বলে মনে হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
মেয়েটি তার বাবার বাড়ি এবং জীবনান্দ বৈষ্ণব আখড়ায় অবস্থান করছে বলে জানা যায়।