আলিয়াপাড়া বরকান্দা নূরজাহান স্কুলের নির্বাচন সম্পন্ন

এ.বি নূরজাহান স্কুলের (আলিয়াপাড়া বরকান্দা নূরজাহান স্কুল) ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সম্পন্ন হওয়া নির্বাচনে ৬ জন অভিভাবক সদস্য প্রার্থী ছিলেন। এদের মধ্য থেকে চারজন অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত হন। নির্বাচিত সদস্যগণ হলেন- মতিয়ুর রহমান, মো: আ: বাতেন, ফখরুল আলম ও ফজলুল হক।

আলিয়াপাড়া বরকান্দা নূরজাহান স্কুলের প্রধান শিক্ষক আহসান উল্লাহ জানান, সকাল ১০টায় এই ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়। শেষ হয় বিকাল ৪টায়।

 

আবদুল্লাহ আল মুহসিন, সংবাদদাতা

Similar Posts

error: Content is protected !!