নিজস্ব প্রতিবেদক ।।
নিকলীতে মাছ ধরতে গিয়ে হাওরের পানিতে ডুবে এক জেলের মৃত্যু হয়েছে। শনিবার ৯ জুলাই উপজেলার গোবিন্দপুর হাওরে এ ঘটনা ঘটে।
প্রতিদিনের মতো শনিবার ৯ জুলাই গোবিন্দপুর হাওরে মাছ ধরতে গিয়েছিলেন। নিহত জেলের নাম জহিরুল ইসলাম (৩৫) তার গ্রামের বাড়ি নিকলী সদর ইউনিয়নের ষাইটধার গ্রামের শীতারামপুরে।
এলাকাবাসী জানায়, জহিরুল ইসলাম প্রতিদিনই ভোরে কুশা নৌকা বেয়ে হাওরে জাল ফেলে মাছ ধরতে যায়। শনিবারও সে ঘুম থেকে উঠেই জাল নিয়ে একাকী হাওরে যায়।
দুপুর বেলা হয়ে যাওয়ার পরে যখন সে বাড়িতে ফিরে আসছে না তখন আত্মীয়রা তাকে খোজার জন্য হাওরে যান। সেখানে গিয়ে দেখতে পায় তার কুশা নৌকাটি ভাসছে। কিন্তু জহিরুল নেই।
পরে সেখানে জহিরুলকে জালের সাথে ধরা অবস্থায় পরে থাকতে দেখতে পায়। এর পর তাকে উদ্ধার করে নিকলী সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মর্মান্তিক এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।