মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।
বাজিতপুর উপজেলার বলিয়াদী ইউনিয়নের ঘোড়াউত্রা নদীর পানিতে ভাসমান অজ্ঞাত এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
১২ জুলাই মঙ্গলবার রাতে উপজেলার বলিয়াদী ইউনিয়নের সাগর ফেনা এলাকার ঘোড়াউত্রা নদী থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে বলে জানা যায়।
এ ব্যাপারে বাজিতপুর থানায় একটি অপমৃত্যু ডায়েরী করা হয়েছে।