নিজস্ব প্রতিবেদক ।।
হাওরে নৌকাডুবিতে কিশোরগন্জ জেলার অষ্টগ্রামের এক পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। ২২ জুলাই শুক্রবার বিকালে হবিগন্জের লাখাই হাওরে নৌকাডুবির ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হক মিয়া (৪৩), তার ছেলে মুজাহিদ (১০), আট বছরের মেয়ে জান্নাত ও ভাতিজা সৌরভ (৮)। পরে ধলেশ্বরী নদী থেকে ভাসমান ৪টি লাশ উদ্ধার করা হয়।
নিহতদের সবার বাড়ি অষ্টগ্রামের আদমপুর ইউনিয়নের বরগাকান্দি গ্রামে।
এলাকাবাসী জানান, হক মিয়া তার ছেলে-মেয়েদের নিয়ে শশুরবাড়ি লাখাইয়ে বেড়াতে যাচ্ছিলেন। ইঞ্জিনচালিত ছোট ট্রলারে ৭ জন যাত্রী নিয়ে যখন লাখাই হাওরে যায় তখন ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।
অন্যরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ৪ জন মারা যায়।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানান, ৪ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ছবি : হাওরের খবর-এর ফেসবুক টাইমলাইন থেকে