নিজস্ব প্রতিবেদক ।।
নিকলীতে পাট চাষে এবার কৃষকের মুখে হাসি ফুটেছে। অন্যান্য বছরের তুলনায় এ বছর পাট চাষ বৃদ্ধি পেয়েছে।
ভালো দাম পেলে দিন দিন কৃষকদের পাট চাষে আগ্রহ আরো বাড়বে বলে মন্তব্য করেছেন নিকলী পূর্বগ্রামের কৃষক আবদুল জব্বার।
এ বছর যে সকল এলাকায় পাট চাষ হয়েছে নিকলী সদর ইউনিয়নের মোহরকোনা, পূর্বগ্রাম, গোবিন্দপুরের হাওর, সীতারামপুর, কুর্শা, পাঁচরুখী। দামপাড়া ইউনিয়নের উত্তর দামপাড়ার পুবের হাওর ও উত্তরের হাওর, আছানপুর, আলিয়াপাড়া, বরকান্দা। সিংপুর ইউনিয়নের নোয়াপাড়া, টেঙ্গুরিয়া। কারপাশা ইউনিয়নের বদরপুর, জালালপুর, নানশ্রী। ছাতিরছর ইউনিয়নের পুবের কান্দা। গুরুই ইউনিয়নের আখড়ার বন, মঠের মোড়, পাড়া বাজিতপুর, দৌলতপুর, ছেত্রার বন। জারুইতলা ইউনিয়নের রসুলপুর, সাজনপুর, করুয়াপাড়া, হাবশরদিয়া, জারুইতলা, ধারিশ্বর, রোদারপুড্ডা।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, এ সকল গ্রামের কৃষকরা পাট কেটে পানিতে জাঁক দিচ্ছেন। কেউবা পাট তুলছেন। কেউবা রোদে পাট শুকানোর কাজ করছেন। বেপারিরা বাড়ি বাড়ি ঘুরে পাইকারি দরে কেনাও শুরু করেছেন। মণপ্রতি ২২শ টাকা থেকে ১৮শ টাকা পর্যন্ত বিক্রি করেন জানালেন দামপাড়া গ্রামের রতন মিয়া। পাটের খড়িও জ্বালানি চাহিদা পূরণ করছে।