“মাতৃদুগ্ধ না পেলে সন্তান জঙ্গি হয়ে যেতে পারে”

dugdo soptaho nasim

আমাদের নিকলী ডেস্ক ।।

‘নিজ সন্তানকে মাতৃদুগ্ধ পান করাতে হবে। খেয়াল রাখতে হবে। গৃহকর্মীর কাছে বেড়ে ওঠা শিশু অবহেলায় থাকে, মাতৃদুগ্ধ পায় না। এ ধরনের সন্তান জঙ্গি হয়ে ওঠার সম্ভাবনা থাকে’।

মঙ্গলবার ০২ আগস্ট সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, প্রকৃতির নিয়মে সন্তানের জন্য মায়ের দুধই সেরা খাবার। আধুনিক যুগের কৃত্রিম দুধের কুফলই বেশি।

dugdo soptaho nasim

নাসিম বলেন, কিছুদিন আগে কল্যাণপুরে নিহত জঙ্গিদের লাশ নিতেও আসেনি পরিবার। বেওয়ারিশ হয়ে আছে। লাভ কি! এজন্য সন্তানদের প্রতি অভিভাবকদের নজর দিতে হবে। ইন্টারনেটে কি করছে, সেটা খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, সন্তানকে নিজে বুকের দুধ না দিলে, গৃহকর্মী দিয়ে লালন-পালন করালে সন্তান জঙ্গি হয়ে উঠতে পারে।

মহাখালী ৭ তলা বস্তি উচ্ছেদের ব্যাপারেও প্রতিশ্রুতি দেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দ্বীন মো. নুরুল হক, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেন, বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক এস কে রায় প্রমুখ।
সূত্র : ‘বুকের দুধ না পেলে সন্তান জঙ্গি হয়ে উঠতে পারে’, বাংলানিউজ২৪

Similar Posts

error: Content is protected !!