নিজস্ব প্রতিবেদক ।।
ইটনায় এক প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে।
প্রতিবন্ধীর নাম ইব্রাহিম মিয়া। তার বাড়ি উপজেলা সদরের উয়ারা গ্রামে।
বুধবার ১৭ আগস্ট আনুষ্ঠানিকভাবে হুইল চেয়ারটি প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ।
এর আগেও উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার প্রদান করা হয়। প্রতিবন্ধী ইব্রাহিম দূরারোগ্য ব্যাধিতে পা হারিয়ে কষ্টের জীবন যাপন করে আসছেন। হুইল চেয়ার পেয়ে তার কষ্টটা কিছুটা হলেও লাঘব হবে।