নিজস্ব প্রতিবেদক ।।
নিকলী উপজেলার মজলিশপুর শহিদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল মান্নানের বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৭ আগস্ট বিদ্যালয়ের মাঠে এ সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষককে শুভেচ্ছা জানিয়ে আলোচনা করেন সাবেক উপজেলা চেয়ারম্যান নিকলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইসহাক ভূইয়া, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম ভূইয়া, প্রধান শিক্ষক হোসেন আলী ও স্কুলের সহকারী শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে দীর্ঘদিন শিক্ষকতার স্মৃতি বর্ণণা করে আলোচনা করেন বিদায়ী আবদুল মান্নান। তিনি স্কুল প্রতিষ্ঠা হওয়ার কিছুদিন পর ইসলাম শিক্ষা বিষয়ে শিক্ষকতা শুরু করেন।
বিদায়ী এই শিক্ষকের বাড়ি স্কুলের পাশ্বর্বর্তী গ্রাম জালালপুরে। সম্পতি তিনি শিক্ষকতা জীবন শেষে চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন।