নিজস্ব প্রতিবেদক ।।
২১ আগস্ট রোববার নিকলীতে প্রচণ্ড ঝড় বয়ে গেছে। হাওরে ঢেউয়ের গর্জনের সাথে সাথে লোকালয়েও বেশ প্রভাব ছিলো।
এদিন হাওরে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবী দুলালের নৌকা ঝড়ের তোড়ে ভেসে যায়। তার বাড়ি নিকলী সদরের গোবিন্দপুর গ্রামে।
ঝড়ের সময় তিনি বাড়ির পার্শ্ববর্তী হাওরের চৈল্লাতি নামক স্থানে মাছ ধরছিলেন। সন্ধ্যার দিকে হঠাৎ ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে দুলাল তার নৌকার নিয়ন্ত্রণ হারান। ভাসতে ভাসতে এক সময় কারপাশায় গিয়ে আটকে যায়। ততক্ষণে নৌকাও তলিয়ে গেছে।
বানের আঘাতে দুলালের শরীরের নানান জায়গায় ক্ষতিগ্রস্ত হন। সেই সাথে হাওরের পানি ও বৃষ্টিতে ভিজে একেবারে জবুথবু অবস্থা। কারপাশায় আটকে পড়ে নিজের চেষ্টায় লোকালয়ে ফেরার অবস্থা তখন তার ছিলো না। স্থানীয় লোকজন তার গোঙানির শব্দ শুনে তাকে উদ্ধার করেন।
রাত আনুমানিক ৮টার দিকে তাকে উদ্ধারের পর দুলালের বাড়িতে খবর পাঠানো হয়। পাশাপাশি চলতে থাকে প্রাথমিক চিকিৎসা। পরবর্তীতে আত্মীয়-স্বজন গিয়ে কারপাশা থেকে তাকে বাড়িতে নিয়ে আসে। বর্তমানে তিনি সুস্থ আছেন।
