সম্ভাবনার নতুন দুয়ার খুলবে মিঠামইন হাওরে ভাসমান সবজি চাষ

vasoman sobji chas

আবদুল্লাহ আল মহসিন ।।

মিঠামইন হাওরে ভাসমান সবজি চাষ, সম্ভাবনার নতুন দুয়ার। বর্ষায় হাওরে পানি আর পানি।
vasoman sobji chas
চারদিক যতদূর চোখ যায় সবকিছু তলিয়ে জেগে থাকে পানি। এ সময় জমি, খাল, বিলে ভরা পানিতে কৃষকরা মাছ ধরা ছাড়া আর কিছুই করতে পারেন না। বেশিরভাগ কৃষক এ অবস্থায় বেকার সময় কাটান।

বর্ষা মৌসুমে বেকারত্ব দূরীকরণে মিঠামইন ইসলামপুর হাওরে স্থানীয় পর্যায়ে কয়েকজন কৃষক ভাসমান সবজি চাষের  প্রকল্প গ্রহণ করেছেন।
vasoman sobji chas
ভাসমান সবজি চাষের এ প্রকল্পে তারা পুঁইশাক, লাল শাক, কলমিশাক, ডাটাসহ বিভিন্ন সবজি উৎপন্ন করেন। ভাসমান সবজি চাষ ব্যাপকভাবে করা হলে হাওরে জীবন মান উন্নয়ন হতে পারে। উম্মোচিত হতে পারে সম্ভাবনার নতুন দুয়ার।

Similar Posts

error: Content is protected !!