আবদুল্লাহ আল মহসিন ।।
মিঠামইন হাওরে ভাসমান সবজি চাষ, সম্ভাবনার নতুন দুয়ার। বর্ষায় হাওরে পানি আর পানি।
চারদিক যতদূর চোখ যায় সবকিছু তলিয়ে জেগে থাকে পানি। এ সময় জমি, খাল, বিলে ভরা পানিতে কৃষকরা মাছ ধরা ছাড়া আর কিছুই করতে পারেন না। বেশিরভাগ কৃষক এ অবস্থায় বেকার সময় কাটান।
বর্ষা মৌসুমে বেকারত্ব দূরীকরণে মিঠামইন ইসলামপুর হাওরে স্থানীয় পর্যায়ে কয়েকজন কৃষক ভাসমান সবজি চাষের প্রকল্প গ্রহণ করেছেন।
ভাসমান সবজি চাষের এ প্রকল্পে তারা পুঁইশাক, লাল শাক, কলমিশাক, ডাটাসহ বিভিন্ন সবজি উৎপন্ন করেন। ভাসমান সবজি চাষ ব্যাপকভাবে করা হলে হাওরে জীবন মান উন্নয়ন হতে পারে। উম্মোচিত হতে পারে সম্ভাবনার নতুন দুয়ার।