নিজস্ব প্রতিবেদক ।।
নিকলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে।
এ উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল নিকলী শাখার উদ্যোগে নানা কর্মসূচী পালিত হয়েছে।
১ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি র্যালী বের হয়। পরে বাদ আসরে নতুন বাজার প্রজন্ম দলের অফিসে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
এরপর আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় অংশ নেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তাপস সাহা অপু, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হারুন অল কাইয়ুম, বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য গণি মিয়া প্রমুখ।
এর পর উপস্থিত নেতাকর্মীরা কেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠীবার্ষিকীর আনুষ্ঠানিকতা শেষ করেন।