বাজিতপুরে শিশুকে ধর্ষণের চেষ্টা, থানায় মামলা

child rape

মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ৮ বছরের স্কুলপড়ুয়া এক মেয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। ১ অক্টোবর উপজেলার পৌরশহরের ভাগলপুরে এ ঘটনাটি ঘটে।

এলাকাবাসী ও থানার সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে ভাগলপুর বাসস্ট্যান্ড সংলগ্ন একটি মোদির দোকানে প্রথম শ্রেণি পড়ুয়া ৮ বছরের এ মেয়ে শিশুটি পণ্য-সামগ্রী কিনতে আসলে এমরান মিয়া নামের এক দোকানী তাকে ধর্ষণের চেষ্টা করে। পরে মেয়ে শিশুটি চিৎকার করলে বাসস্ট্যান্ড বাজারের লোকজন ছুটে আসলে লম্পট (দোকানী) পালিয়ে যায়।

এ ব্যাপারে মেয়ে শিশুটির পিতা মো. খোকন বাদী হয়ে এমরান মিয়াকে (দোকানী) আসামি করে বাজিতপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন।

Similar Posts

error: Content is protected !!