মো. আরিফুল ইসলাম, বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা।।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় দেশবরেণ্য শিল্পপতি, সফল উদ্যোক্তা, ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা আলহাজ্ব জহুরুল ইসলামের ২১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ১৯ অক্টোবর বুধবার নানান কর্মসূচির মধ্যে দিয়ে উপজেলার এ কৃতি সন্তানের মৃত্যুবার্ষিকী পালন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ ইসলাম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠানগুলো। কর্মসূচীর মধ্যে ছিল মিলাদ মাহফিল, কোরআন খানি, দোয়া ও আলোচনা সভা।
দেশবরেণ্যে শিল্পপতি আলহাজ্ব জহুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ভাটি এলাকায় উচ্চশিক্ষা বিস্তারের সিংহদ্বার বলে খ্যাত বাজিতপুর কলেজ পরিবার আয়োজন করে আলোচনা সভা, মিলাদ ও দোআ মাহফিল। কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মসূচীগুলোতে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষার্থী, শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা-কর্মচারীসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।
এছাড়াও পৌরশহরের ভাগলপুরে প্রতিষ্ঠিত বেসরকারি উদ্যোগে পরিচালিত দেশের সর্ববৃহত জহুরুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মসজিদ কমপ্লেক্স-এ অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল, কোরআন খানি, আলোচনা সভা। মিলাদ ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-০৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আফজাল হোসেন। কর্মসূচী শেষে দেশের খ্যাতিমান এ পুরুষের কবর জিয়ারত করে মোনাজাত করা হয়।
উল্লেখ্য ১৯৯৫ সালের ১৯ অক্টোবর দেশের এ সফল উদ্যোক্তা, দেশবরেণ্য শিল্পপতি, কর্মবীর আলহাজ্ব জহুরুল ইসলাম পৃথিবীর মায়া ত্যাগ করে চিরবিদায় নেন। মৃত্যুর পর বাজিতপুরের এ কৃতি সন্তানকে নিজ জন্মস্থান ভাগলপুরে নিজ নামে প্রতিষ্ঠিত মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের পাশে চির নিদ্রায় শায়িত করা হয়।