বাজিতপুরে দেশবরেণ্য শিল্পপতি জহুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

jahirul islam saran

মো. আরিফুল ইসলাম, বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা।।

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় দেশবরেণ্য শিল্পপতি, সফল উদ্যোক্তা, ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা আলহাজ্ব জহুরুল ইসলামের ২১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ১৯ অক্টোবর বুধবার নানান কর্মসূচির মধ্যে দিয়ে উপজেলার এ কৃতি সন্তানের মৃত্যুবার্ষিকী পালন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ ইসলাম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠানগুলো। কর্মসূচীর মধ্যে ছিল মিলাদ মাহফিল, কোরআন খানি, দোয়া ও আলোচনা সভা।

দেশবরেণ্যে শিল্পপতি আলহাজ্ব জহুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ভাটি এলাকায় উচ্চশিক্ষা বিস্তারের সিংহদ্বার বলে খ্যাত বাজিতপুর কলেজ পরিবার আয়োজন করে আলোচনা সভা, মিলাদ ও দোআ মাহফিল। কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মসূচীগুলোতে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষার্থী, শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা-কর্মচারীসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।
jahirul islam saran
এছাড়াও পৌরশহরের ভাগলপুরে প্রতিষ্ঠিত বেসরকারি উদ্যোগে পরিচালিত দেশের সর্ববৃহত জহুরুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মসজিদ কমপ্লেক্স-এ অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল, কোরআন খানি, আলোচনা সভা। মিলাদ ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-০৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আফজাল হোসেন। কর্মসূচী শেষে দেশের খ্যাতিমান এ পুরুষের কবর জিয়ারত করে মোনাজাত করা হয়।

উল্লেখ্য ১৯৯৫ সালের ১৯ অক্টোবর দেশের এ সফল উদ্যোক্তা, দেশবরেণ্য শিল্পপতি, কর্মবীর আলহাজ্ব জহুরুল ইসলাম পৃথিবীর মায়া ত্যাগ করে চিরবিদায় নেন। মৃত্যুর পর বাজিতপুরের এ কৃতি সন্তানকে নিজ জন্মস্থান ভাগলপুরে নিজ নামে প্রতিষ্ঠিত মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের পাশে চির নিদ্রায় শায়িত করা হয়।

Similar Posts

error: Content is protected !!