মাথিয়া স্কুল মাঠে ভোরের আলো সাহিত্য আসর অনুষ্ঠিত

mathia meeting

নিজস্ব প্রতিবেদক ।।

“ছন্দ সুরে মিলিয়া জেগে উঠছিল মাথিয়া” এই শ্লোগানে ভোরের আলো ৩৭৬তম সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। শুক্রবার ২৮ অক্টোবর সকাল ৮টায় কিশোরগন্জ সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়নের মাথিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ আসরটি অনুষ্ঠিত হয়।

mathia meeting

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের মাস্টারের সভাপতিত্ব আলোচনা করেন অতিথি আসরের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সাবেক বিআরডিবির পরিচালক সাহিত্যিক মোঃ নিজামউদ্দিন, নারায়ণগন্জ জেলার বিআরডিবির উপ-পরিচালক লেখক হাফিজুর রহমান, যুদ্ধাপরাধী প্রতিরোধ আন্দোলন কিশোরগন্জ জেলা সভাপতি আসরের প্রতিষ্ঠাতা লিমেরিকার কবি রেজাউল হাবিব রেজা, নাট্যকার মোঃ আজিজুর রহমান, সাংবাদিক আমিনুল ইসলাম সাদী, শিক্ষানুরাগী ফারুক, কবি মোতাহার হোসেন, নিসচার যুগ্ম-সম্পাদক সাংবাদিক শফিক কবির, প্রভাষক মোবারক হোসেন খান।

mathia meeting

আলোচনা অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি গীতিকার ইসমাইল হোসেন মুফিজী। আল শাহরিয়ার ও ছড়াকার আল মুহাম্মদ মোস্তফা অনুষ্ঠান পরিচালনা করেন। আসরে সংগীত ও স্বরচিত কবিতা পাঠ করে শোনানো হয়।

Similar Posts

error: Content is protected !!