ধূমপানের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মিডিয়া ক্যাম্পেইনের উদ্বোধন

no smoking

আমাদের নিকলী ডেস্ক ।।

ধূমপানের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে ‘লাংক্যান্সার-গ্রাফিক হেলথ ওয়ার্নিং’ মিডিয়া ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। বাসস

বুধবার ৯ নভেম্বর সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভাইটাল স্ট্র্যাটেজিস-এর এই কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, এই ক্যাম্পেইনের আওতায় হাপানি রোগের ওপর নির্মিত ৩০ সেকেন্ডের টেলিভিশন স্পট (ভিডিও ফুটেজ) দেশের পাঁচ হাজার পয়েন্টে প্রচার করা হবে। একই সাথে পোস্টার, বিলবোর্ডের মাধ্যমে আউটডোর প্রচারেরও উদ্যোগ নেয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব সিরাজুল ইসলাম, অতিরিক্ত সচিব বেগম রোকসানা কাদের, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়ক শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Similar Posts

error: Content is protected !!