নিজস্ব প্রতিবেদক ।।
বৃহস্পতিবার ১৭ নভেম্বর সকাল ১০টায় কিশোরগঞ্জের নিকলী উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পরিষদ গভর্ন্যান্স প্রজেক্ট (ইউজেডজিপি)-এর আর্থিক সহায়তায় উপজেলা পর্যায়ে টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অবহিতকরণ (এসডিজি ওরিয়েন্টেশন) শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলামের সভাপতিত্বে ও কিশোরগঞ্জ জেলা ফ্যাসিলিটেঁর (ডিএফ) মমিন হোসেন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে জেলা প্রশাসক (কিশোরগঞ্জ) মো. আজিমুদ্দিন বিশ্বাস উপস্থিত ছিলেন।
প্রশিক্ষক হিসাবে ডিডি এলজি, কিশোরগঞ্জ (ডিএস) জহিরুল ইসলাম কর্মশালা পরিচালনা করেন। প্রধান অতিথি তার বক্তব্যে দারিদ্র্যমুক্ত ও মধ্যম আয়ের দেশ হিসাবে বাংলাদেশকে গড়তে ১৭টি বিষয়ের ওপর আলোকপাত করেন। প্রশিক্ষণে উপজেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংবাদ মাধ্যমের কর্মীরা অংশ নেন।