বাল্য বিবাহ প্রতিরোধ ও যৌতুক নিরোধ বিষয়ে আলোচনা ও র‌্যালী

গতকাল মঙ্গলবার উপজেলা গভর্ন্যান্স প্রজেক্টের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে বাল্য বিবাহ প্রতিরোধ ও যৌতুক নিরোধ বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টি ও উদ্বুদ্ধকরণ বিষয়ে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম ও বিশেষ অতিথি নিকলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসহাক ভূইয়া।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান রৌশন আরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল মজিদ, গভর্ন্যান্স প্রজেক্টের জেলা কর্মকর্তা মনির হোসেন, বিভিন্ন এনজিও প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক, ছাত্র-ছাত্রী, নিকাহ রেজিষ্টার এবং আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা। বক্তারা বাল্য বিবাহ ও যৌতুক নিরোধে সকলের সহযোগিতার আশা প্রকাশ করেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী কর্মকতা হাবিবুর রহমান।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!