মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।
কিশোরগঞ্জের বাজিতপুরে কয়েক মিনিট ব্যবধানে বিপুল পরিমাণ ইলেকট্রনিক্স পণ্যের ক্ষতি হয়েছে। ২৭ নভেম্বর রোববার সকালে উপজেলার বিপিডিবি’র সরারচর উপকেন্দ্রের আওতাধীন সরারচর ইউনিয়নের দক্ষিণ সরারচর, মাছিমপুর এলাকায় বিদ্যুতের ভোল্টেজ অতিমাত্রায় হঠাৎ বেড়ে যাওয়ার কারণে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে পর পর কয়েকবার ভোল্টেজ হঠাৎ করেই বেড়ে যায়। যার ফলে এ দুই গ্রামের বিপিডিপি’র প্রায় পাঁচ শতাধিক গ্রাহকের টিভি, ফ্রিজ, মোবাইল ফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্র পুড়ে যায়। এ ছাড়াও বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অনেক গ্রাহকের ঘরে আগুনের সূত্রপাত হয়েছে বলেও জানা গেছে।
এ ব্যাপারে বিপিডিবি’র সরারচর উপকেন্দ্রের টুল নাম্বারে যোগাযোগ করতে চাইলে, নাম্বারটি বন্ধ পাওয়া যায়।