মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।
কিশোরগঞ্জের বাজিতপুরে পেনশনারদের জন্য বিনামূল্যে মেডিকেল চেকআপ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ৫ ডিসেম্বর সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলতায়নে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা তাপস চন্দ্র দাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হেলিশ রঞ্জন সরকার প্রমুখ।
পরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার উপস্থিতিতে পেনশনারদের বিনামূল্যে চেকআপ ও তাদেরকে ওষুধ প্রদান করা হয়। এখন থেকে প্রতি মাসের শুরুর দিকে এই কার্যক্রম অব্যাহত থাকবে।