মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।
কিশোরগঞ্জের বাজিতপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০১৬ উপলক্ষে উপজেলায় পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ ডিসেম্বর সোমবার সকালে বাজিতপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের আয়োজনে সভাটি স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
এসময় পরিকল্পনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হেলিশ রঞ্জন সরকার প্রমুখ।
উল্লেখ্য, আগামী ১০ ডিসেম্বর শনিবার সারাদেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী শিশুদের ১টি করে নীল রঙের ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী শিশুদের ১টি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।