নিজস্ব প্রতিনিধি ।।
নারী নির্যাতন নির্মূলে ১৬ দিনের প্রচার অভিযান পক্ষ উদযাপনের অংশ হিসাবে কেয়ার বাংলাদেশ ও পপি সৌহার্দ্য গত বুধবার ৭ ডিসেম্বর নিকলী উপজেলার ছাতিরচর ইউনিয়নের দক্ষিণপাড়া মধ্যগ্রাম উন্নয়ন কমিটি একতা দল ও ইয়ুথ গ্রুপের আয়োজনে দক্ষিণ পাড়া মধ্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
ছাতিরচর ইউনিয়ন পরিষদের সদস্য মালেকা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ছাতিরচর ইউনিয়ন চেয়ারম্যান মো. জামাল উদ্দিন। এ ছাড়াও কেয়ার বাংলাদেশের টেকনিক্যাল ম্যানেজার- নারীর ক্ষমতায়ন, পপি-সৌহার্দ্য ও কর্মসূচী সংগঠকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নারীদের সম্মানের চোখে দেখা, অবদানের মূল্যায়ন, সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততা, যৌথ মতামতে সিদ্ধান্ত গ্রহণসহ বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগী মানসিকতার ইতিবাচক পরিচয় করানো হয়। এতে অতিথিবৃন্দ আয়োজকদের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ঘরে ঘরে এ ধরনের সহযোগী পুরুষ থাকলে পরিবার ও সমাজ থেকে সকল সহিংসতা নির্মূল হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।