নিকলীতে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গত শুক্রবার বেলা ৩টায় নিকলী প্রেসক্লাবে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এম, হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় দৈনিক বজ্রশক্তি পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ রহমত উল্লাহ হেযবুত তাওহীদের পক্ষ থেকে তাদের এজেন্ডা তুলে ধরেন। তিনি তার লিখিত বক্তব্যে ধর্ম ব্যবসায়ীদের হাতে ইসলাম এবং এর প্রচার প্রপাগান্ডায় পরিণত হচ্ছে বলে উল্লেখ করেন। সাম্রাজ্যবাদী শক্তি আজ ইসলামকে ব্যবহারের লক্ষে এর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে বিভিন্ন জঙ্গী সংগঠনকে অর্থায়ন পর্যন্ত করছে। বৈষম্যমূলক শিক্ষায় শুধু বিতার্কিক তৈরি করছে উল্লেখ করে তিনি আরো বলেন, ইসলাম ধর্মের প্রকৃত রূপ জনসমক্ষে প্রচার করার ফলে কতিপয় ধর্ম ব্যবসায়ীরা হেযবুত তাওহীদকে হিযবুত তেহরী বলে জঙ্গী সংগঠন হিসাবে উপস্থাপনের অপচেষ্টায় লিপ্ত। প্রকৃতপক্ষে হেযবুত তাওহীদ আর হিযবুত তেহরী এক বা একই রকম সংগঠন নয় এবং কর্মকাণ্ডও এক রকম নয় বলে হেযবুত তাওহীদই প্রকৃত ইসলামের ধারক, প্রচারক দাবি করেন। সভা শেষে সংগঠনের পক্ষ থেকে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। সভাটির মিডিয়া পার্টনার ছিলো দৈনিক বজ্রশক্তি পত্রিকা।

 

সংবাদদাতা

Similar Posts

error: Content is protected !!