মো. আরিফুল ইসলাম, বাজিতপুর প্রতিনিধি।।
কিশোরগঞ্জের বাজিতপুরে তিন বছরের সাজাপ্রাপ্ত এক আসামি ও মাদকদ্রব্যসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। ৫ ফেব্রুয়ারি রোববার সকালে বাজিতপুর থানার উপ-পরিদর্শক সুবাশ চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে একদল পুলিশ ভোর রাতে অভিযান চালিয়ে পূর্ব কৈলাগ গ্রামের তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি দেলোয়ার হোসেন (৩৩)কে গ্রেফতার করে।
এছাড়াও পুলিশ সকালে দিলালপুর গ্রামে ৫২ পিচ ইয়াবাসহ সুমন মিয়া (৩০) ও শোভারামপুর গ্রামে ১০৫ গ্রাম গাজাসহ মমতা বেগম (৪২)কে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, দেলোয়ার হোসেনের বিরুদ্ধে কিশোরগঞ্জের যুগ্ম দায়রা জজ আদালতে চেক জালিয়াতি নিয়ে মামলা রয়েছে। সাজাপ্রাপ্ত হওয়ার পর সে ফেরারি হিসাবে ছিল।