দামপাড়ায় আজিজ হত্যা মামলায় ১ জনের ফাঁসি

নিজস্ব প্রতিবেদক ।।

নিকলীতে কৃষক আব্দুল আজিজ হত্যা মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড, অন্যজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার ১৯ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ১-এর বিচারক মোহাম্মদ আব্দুর রহমান এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত চানফর ভূইয়া নিকলী উপজেলার দামপাড়া গ্রামের শাহাব উদ্দিনের ছেলে। আর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শাহীন ভূইয়া একই গ্রামের শামসুদ্দিন ভূইয়ার ছেলে। তাছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর ১৪ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে। এ সময় মামলার সব আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ১৯ এপ্রিল কিশোরগঞ্জের নিকলী উপজেলার দামপাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আব্দুল আজিজকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় নিহতের ভাতিজা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ১৬জনকে আসামি করে নিকলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ওই বছরের ৭ জুন পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

Similar Posts

error: Content is protected !!